প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি কক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। বৈঠকে ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দীপু মনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে মিসেস ক্লিন্টনের এটিই প্রথম সফর।
তবে এর আগে ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের ফার্ষ্ট লেডি হিসেবে তিনি গ্রামীণ ব্যাংকের কার্যক্রম দেখতে বাংলাদেশ সফরে গিয়েছিলেন।
শনিবার বিকেল চারটায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বিমানে বেইজিং থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান হিলারি ক্লিন্টন। এ সফরে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও দেখা করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে, ভারতের অর্থমন্ত্রী কাল ভারত-বাংলাদেশ আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠকও করবেন তিনি। পরে বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করে একই দিন সন্ধ্যায় ঢাকা ছাড়বেন ভারতের অর্থমন্ত্রী।