বার্তা৭১ ডটকমঃ নাশকতার ৩ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন বিষয়ে আদেশের পরবর্তী দিন আগামী ১৩ জুলাই নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারো মেডিকেল বোর্ড গঠন ও ১২ জুলাই মেডিকেল রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এদিন ধার্য করেন।
আদালতে মির্জা আলমগীরের পক্ষে এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে বুধবার মির্জা আলমগীরের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আদালতের কাছে না যাওয়ায় আপিল বিভাগে তার জামিনের বিষয়ে কোনো আদেশ হয়নি।
বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চে মির্জা আলমগীরের জামিন বিষয়ে আদেশের দিন ধার্য ছিল।
এদিন আদালত বলেছেন, মির্জা আলমগীরের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন হাতে আসার পর তার জামিন বিষয়ে আদেশ দেয়া হবে।
তার আগে নাশকতার ৩ মামলায় মির্জা আলমগীরকে দেয়া হাইকোর্টের জামিন বহাল থাকবে কিনা এ বিষয়ে গত ৫ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আদেশের দিন ধার্য ছিল। ওইদিন আদালত মির্জা আলমগীরের শারীরিক অবস্থা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষকে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেন এবং ৮ জুলাই জামিনের বিষয়ে আদেশের দিন ধার্য করেন আপিল বিভাগ।
এই সময়ের মধ্যে ােমডিকেল বোর্ডকে মির্জা আলমগীরের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছিল। কিন্তু স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন জমা না দেয়া বুধবার জামিন বিষয়ে আদেশ হয়নি।