বার্তা৭১ ডটকমঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি চলছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এই টিকেট বিক্রি শুরু হয়। চলবে ১৩ জুলাই পর্যন্ত। অগ্রিম টিকেটের ট্রেন ছেড়ে যাবে ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত।
এদিকে সকাল ৯টায় টিকেট বিক্রি শুরু হলেও টিকেটের জন্য বুধবার রাত থেকেই কমলাপুর রেলস্টেশনে ভিড় করেন অনেকে। লাইনে দাঁড়িয়ে নির্ঘুম রাত কাটান তারা।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কমলাপুর রেলস্টেশনের ২০টি বুথের মধ্যে ১৪টি বুথে ট্রেনের আগাম টিকেট বিক্রি করা হচ্ছে।
এ ছাড়া ইন্টারনেট ও এসএমএসের মাধ্যমেও টিকেট কিনতে পারবেন যাত্রীরা। টিকেট প্রত্যাশীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় স্টেশনে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
জানা যায়, ঈদ পরবর্তী সময়ে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকেট বিক্রি করা হবে। বিক্রি হবে ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত এবং ফেরত আসবে ২০ থেকে ২৪ জুলাই পর্যন্ত।
এ ছাড়া স্পেশাল ট্রেন পরিচালনা করবে ঈদের ৩ দিন আগে অর্থাৎ ১৫ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত এবং ঈদের ৫ দিন পরে অর্থাৎ ২০ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত (চাঁদ দেখার ওপর নির্ভর করবে)। ৫ জোড়া ও পবিত্র ঈদের দিন সোলাকিয়া স্পেশাল ২ জোড়া মোট ৭ জোড়া ট্রেন চলাচল করবে।
এদিকে আন্তঃনগর ট্রেনের জন্য সাপ্তাহিক ছুটি প্রত্যাহার করা হয়েছে। ফলে ১৩ জুলাই থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেন চলাচল করবে। অতিরিক্ত কোচ সংযোজন করা হবে পাহাড়তলী ওয়ার্কসপ থেকে ৮৬টি ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ৮৩টি মোট ১৬৯টি (১০৯টি মিটারগেজ ও ৬০টি ব্রডগেজ)। অতিরিক্ত ২৫টি ইঞ্জিন সরবরাহ করা হবে।