বার্তা৭১ ডটকমঃ বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন পিছিয়ে আগামী ২৬ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে সংশোধিত ভোটার তালিকা ৩০ জুলাই প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ এই রায় দেন।
এর আগে ১৩ আগস্ট আইনজীবীদের সনদ প্রদানকারী এই প্রতিষ্ঠানের নির্বাচনের দিন ধার্য ছিল। সংশোধিত ভোটার তালিকা প্রস্তুত না হওয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেয়া হয়।