ঢাকা : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের পর শনিবার ঢাকা পৌঁছেছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। রাত পৌনে ১০টায় ফিলিপাইন হয়ে একটি বিশেষ বিমানে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক (রহ.) বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি তাকে স্বাগত জানান।
ভারতের অর্থমন্ত্রী দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন। আগামীকাল রোববার সকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। পরে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়া বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সাথেও সাক্ষাতের কথা রয়েছে প্রণব মুখার্জির।
মনমোহন সরকারের প্রভাবশালী বাঙালি নেতা প্রণব মুখার্জির সফরে দুদেশের বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
গত সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় দেয়া যৌথ বিবৃতির বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে বলে আশা করছে ঢাকা।
কূটনীতিকরা মনে করছেন, প্রণব মুখার্জির সফরে বিশেষ গুরুত্ব পাবে তিস্তার পানিবণ্টন, ট্রানজিট-কানেকটিভিটি, সীমান্ত প্রটোকল, সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধ এবং বন্দি প্রত্যর্পণের মতো অমীমাংসিত বিষয়গুলো।