বার্তা৭১ ডটকমঃ যেকোনো দেশের সিনেমার গান মোবাইলে রিংটোন, ওয়েলকামটোন ও সকল ভ্যালুয়েডেড সার্ভিস হিসেবে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ সব গান ব্যবহারকে কেন বে-আইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।
বৃহস্পতিবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আগামী চার সপ্তাহের মধ্যে সংস্কৃতি সচিব, আইন, স্বরাষ্ট্র ও তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং ছয়টি মোবাইল অপারেটরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
হাইকোর্টে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও সেক্রেটারি বাদী হয়ে এ রিট আবেদন করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
এর আগে মোবাইল ফোনের রিংটোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার করা যায় না মর্মে হাইকোর্টের একটি বেঞ্চ আদেশ দেন।
গত ১১ মে আপিল বিভাগ জাতীয় সংগীত ব্যবহার করা যায় না মর্মে হাইকোর্টের রায় বহাল রাখেন। – See more at: http://www.jamunanews24.com/2015/07/09/46618.php#sthash.IkMzkMhm.dpuf