বার্তা৭১ ডটকমঃ রাজধানীতে ২৫ লাখ জাল টাকাসহ ২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।
বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আদাবর এলাকায় অভিযান চালিয়ে ২৫ লাখ জাল টাকাসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ লাখ জাল টাকাসহ জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বেলা ১১টায় র্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে র্যাব সূত্রে জানা গেছে।