বার্তা৭১ ডটকমঃ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ৯ বাংলাদেশি শ্রমিক নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টার (বাংলাদেশ সময় রাত ৩টা) দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় ১৯০ কিলোমিটর দূরে মাজমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তারা সবাই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। কাজ শেষে আবাসস্থলে ফিরে যাওয়ার পথে তাদের বহনকারী ট্রাকের সামনের চাকা বিস্ফোরিত হয়ে একটি সেতুর রেলিং ভেঙ্গে নিচে পড়ে যায়।
হতাহতদের উদ্ধার করে মাজমা কিং খালেদ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ৯ জনকে মৃত বলে ঘোষণা করেন।
হতাহতদের বেশির ভাগই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।