বার্তা৭১ ডটকমঃ ভারতীয় গরু চোরাকাবারিদের ধাওয়া করে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে স্থানীয়দের ধাওয়া খেয়ে পালিয়ে বিএসএফ সদস্যরা। পরে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে দুঃখ প্রকাশ করে তারা।
শুক্রবার ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি জানান, ভারতের সরুপনগর থানার দরকান্দা বিএসএফ সদস্যরা কয়েকজন ভারতীয় গরু চোরাকারবারিকে ধরতে ধাওয়া দেয়।
একপর্যায় চোরাকারবারিরা মাদরা সীমান্তের কালিবাড়ি এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। বিএসএফ সদস্যরাও তাদের ধরতে বাংলাদেশে অনুপ্রবেশ করে।
এ সময় চোরাকারবারি ও বিএসএফ সদস্যদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে ২ বিএসএফ সদস্য ও ৫ চোরাকারবারি আহত হয়।
এদিকে বিএসএফ সদস্যদের অনুপ্রবেশের খবর পেয়ে এলাকাবাসী ও বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দিলে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় এক বিএসএফ সদস্য তার ব্যবহৃত ২০টি গুলিসহ একটি এসএলআর ও একটি দেশি নৌকা ফেলে রেখে যায়।
পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে মিলিত হয়। বৈঠকে বিএসএফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে। ভবিষ্যতে আর এমনটি হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
বৈঠক শেষে বিএসএফের ফেলে রাখা অস্ত্র ও গুলি ফেরত দেয়া হয় বলে জানা গেছে।