বার্তা৭১ ডটকমঃ সৌদি আরবের যুবরাজ সৌদ আল-ফয়সাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার মধ্য রাতের পর সৌদি আরবের সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম যুবরাজ সৌদ আল-ফয়সালের মৃত্যু খবর ঘোষণা করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য দিয়েছেন। দীর্ঘ ৪০ বছর দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্বে দীর্ঘতম মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার রেকর্ড ছিল এ রাজনীতিকের।
১৯৭৫ সালে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এ বছরের ২৯ এপ্রিল স্বাস্থ্য-সমস্যার কারণে অবসর নেন সৌদি আরবের এই যুবরাজ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন সউদ আল-ফয়সাল। গত কয়েক বছরে কয়েকবার সউদ আল-ফয়সালের পিঠে অস্ত্রোপচার করা হয়। ফলে হাঁটার জন্য তিনি ছড়ি ব্যবহার করতেন। অন্যান্য আরো কয়েকটি রোগে ভুগছিলেন তিনি।
অবসর নেয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তাকে অভিবাদন জানিয়ে বলেছিলেন, সউদ আল-ফয়সাল শুধু বিশ্বের দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রীই নন, তিনি সবচেয়ে জ্ঞানী বা বিচক্ষণ পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যেও অন্যতম।
এদিকে বর্ণাঢ্য ক্যারিয়ারের এ শীর্ষ রাজনীতিকের জীবনাবসানে সৌদি রাজপরিবার ও সৌদি আরবজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।