ঢাকা : শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদের সাথে বৈঠক করেছেন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
রোববার সকাল সাড়ে নয়টায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার গুলশানের বাসায় এ বৈঠক শুরু হয়। চলে সোয়া এক ঘণ্টা।
ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র বিমোচনের জন্য ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ড. ইউনূস। তবে ২০১১ সালের ২ মার্চ বেশি বয়সের কারণ দেখিয়ে ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের প্রধানের পদ থেকে সরিয়ে দেয় শেখ হাসিনার সরকার।
ড. ইউনূস যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারির পারিবারিক বন্ধু হিসাবে পরিচিত। তাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেয়ায় সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি দেখা দেয়।
অপরদিকে, ফজলে হাসান আবেদ বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক) প্রতিষ্ঠাতা। এটি বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ এনজিও হিসেবে স্বীকৃত।
১৯৭২ সাল থেকে বাংলাদেশে ব্রাক কাজ শুরু করে। বর্তমানে আফ্রিকার দক্ষিণ সুদান থেকে দক্ষিণ আমেরিকার হাইতি পর্যন্ত বিভিন্ন দেশে শিক্ষা, কর্মসংস্থান, ক্ষুদ্রঋণসহ বিভিন্ন কার্যক্রম রয়েছে প্রতিষ্ঠানটির।
শনিবার বিকেল পৌনে ৫টায় হিলারি ক্লিনটন ঢাকায় পৌঁছান। দুই দিনের সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।