বার্তা৭১ ডটকমঃ মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম একদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর আগে বৃষ্টি থেমে যাওয়ায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম একদিনের ম্যাচটি শুরু করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। শুক্রবার বিকাল ৫টা ৪০ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হতে দেরি হওয়ায নির্ধারিত ৫০ ওভার থেকে কমিয়ে ৪০ ওভার করা হয়েছে প্রতিটি ইনিংস। মাঠ পরিদর্শন শেষে এ সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট ম্যাচ অফিসিয়ালরা।
শুক্রবার বিকাল তিনটায় মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচটি শুরুর কথা ছিল। তবে শুক্রবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার আশঙ্কা জাগে। শেষ পর্যন্ত ওভার কমিয়ে হলেও ম্যাচটি শুরু হচ্ছে।
সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হেরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে শুক্রবার প্রথম ওয়ানডেতে মাঠে নামতে প্রস্তুত টাইগাররা। তবে ঘুরে দাঁড়ানোর ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে স্বাগতিক বাংলাদেশকে লড়তে হচ্ছে আবহাওয়ার বিপক্ষে।
এদিকে, আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছে, রাজধানীসহ দেশের অন্যান্য স্থানে আজ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার সকাল থেকেই মিরপুরের আকাশে মেঘ জমে, মুষলধারে বৃষ্টিও হয় থেমে থেমে।
মাঠে দর্শকের উপস্থিতি কম। সফরকারী ও স্বাগতিক দল মাঠে উপস্থিত হয়েছে। প্রেস বঙে সাংবাদিকদের সংখ্যা হাতে গোনা।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ জুলাই।