ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রবীন্দ্র সাহিত্য দু’দেশের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। তার সাহিত্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে। কবিগুরুর সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে সমাপনী অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে তিনি একথা বলেন।
রোববার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান শুরু হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। তিনি বলেন, রবীন্দ্র সাহিত্য ছাড়া বাংলা সাহিত্য অপূর্ণ থেকে যায়। তিনিই একমাত্র কবি যার গান দু’টি দেশের জাতীয় সংগীত। প্রণব মুখার্জি বলেন, আমি রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপনের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে শিল্পকলা একাডেমী তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে।
একাডেমীর অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে রবীন্দ্রচিত্র প্রতিলিপি, কবির গল্প-কবিতা ও গানের ওপর ১৫০ শিল্পীর আঁকা চিত্রকর্ম প্রদর্শনী এবং দেশব্যাপী অনুষ্ঠিত শিশু চিত্রাংকন প্রতিযোগিতার চিত্রকর্মের প্রদর্শনী ও পুরস্কার বিতরণী। ৮ই মে পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।