বার্তা৭১ ডটকমঃ রাজধানীতে ডাকাত দলের সর্দারসহ ৯ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, আটককৃতরা ডাকাত দলের সদস্য এবং এদের মধ্যে ইব্রাহিম ডাকাত দলের সর্দার।
শুক্রবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃত অন্যদের নাম জানা যায়নি।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ৪ ভরি স্বর্ণালঙ্কার ও ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।