বার্তা৭১ ডটকমঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করার পর গুলিবিদ্ধ একজনকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ।মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, শনিবার ভোরে উপজেলার লড়াইঘাট সীমান্তে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে তরিকুল ইসলামকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আর একই গ্রামের আবু সিদ্দিকির ছেলে আব্দুর রশিদকে গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফ নিয়ে গেছে বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
ওসি শাহিদুল বলেন, শুক্রবার রাতে কয়েকজন বাংলাদেশি গরু আনতে জিরো লাইন ক্রস করে ভারতের সীমান্তে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার পথে ভারতের নদীয়া জেলার ফতেপুর ক্যাম্পের বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় রশিদ ও তরিকুলের গায়ে গুলি লাগে।
“গুলিবিদ্ধ অবস্থায় তরিকুল পালিয়ে এলেও রশিদ কাঁটাতারের বেড়ার পাশে পড়ে যান। পরে বিএসএফ সদস্যরা তাকে তুলে ভারতে নিয়ে যায়।”
রশিদ এখন নদীয়া জেলা সদরের শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর পাওয়ার কথা জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।