বার্তা৭১ ডটকমঃ মাহমুদুল্লাহ ও সৌম্য সরকারের ব্যাটিং দৃঢ়তায় সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জয় পেলো টাইগাররা। ১৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৭.৪ ওভার শেষে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ (৮৮) রান করেন সৌম্য সরকার। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন মাহমুদুল্লাহ (৫০)।
এর আগে প্রথম ওয়ানডেতে হেরে দেয়ালে পিঠ ঠেকে যায় টাইগারদের। তাই টস হারলেও আজ ঠিকই তারা বল হাতে ঘুরে দাঁড়িয়েছে। আর তাদের সেই ঘুরে দাঁড়ানো যেমন অবিশ্বাস্য, তেমন নাটকীয়। দক্ষিণ আফ্রিকার নিয়মিত ব্যাটসম্যানরা খুব অল্প রানে নিয়মিত বিরতিতে বিদায় নিয়েছেন। টাইগারদের বোলিং তোপে মাত্র ১৬২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
প্রথম ওভারে ৫ রান সংগ্রহের পর দ্বিতীয় ওভারের প্রথম বলেই ‘ডাউন দ্য উইকেট’ খেলতে এসে উইকেট বিলিয়ে দেন তামিম ইকবাল (৫)। দলীয় ২৪ রানের মাথায় বোল্ড হয়ে ফিরে যান লিটন কুমার দাশ (১৭)। এর পর মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের জোড়া অর্ধশতকে জয়ের কাছাকাছি নিয়ে যায় বাংলাদেশকে। জয়ের জন্য দরকার মাত্র যখন ৪ রান, তখন মাহমুদুল্লাহ স্লিপে কেস তুলে দিয়ে সাজঘরে ফিরে যান। এরপর উইকেটে নামেন সাকিব আল হাসান। তবে রানের খাতা খোলার আগেই দল পৌঁছে যায় জয়ের লক্ষ্যে।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে দুটি উইকেট পেয়েছেন প্রথম ম্যাচে ৬ উইকেট শিকারি প্রোটিয়া ফাস্ট বোলার রাবাদা। কাইল অ্যাবোট নেন একটি উইকেট।
এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টাইগারদের বোলিং দাপটে ১৬২ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ১৬৩ রানের লক্ষ্য সামনে নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে সিরিজ বাঁচাতে আজ জিততেই জবে।
আজ ইনিংসের শুরু থেকেই প্রোটিয়া ব্যাটসম্যানদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারানো সফরকারীরা ৪ ওভার বাকী থাকতেই অল আউট হয়। টাইগারদের পক্ষে মুস্তাফিজুর রহমান ও নাসির হোসেন তুলে দেন ৩টি করে উইকেট। রুবেল হোসেন দুটি এবং মাশরাফি ও মাহমুদুল্লাহ নেন একটি করে উইকেট।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। তাদের সংগ্রহ ৩ ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০তে এগিয়ে রয়েছে। তাদের সংগ্রহ ৩০ ওভারে ৯৬ রান ।
সফল বিশ্বকাপ মিশন, পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরেছে স্বাগতিকরা। প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে সফরকারীরা প্রমাণ রেখেছে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে এক ধাপ এগিয়ে তারা। আমলা বাহিনীর এমন দাপুটে ক্রিকেটকে থামিয়ে দিয়ে দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজ বাঁচাতে চায় মাশরাফি বাহিনী।
বাংলাদেশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, নাসির হোসেন, লিটন দাস, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সৌম্য সরকার, রুবেল হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদ।
দক্ষিণ আফ্রিকা: হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ফাফ ডুপ্লেসিস, রিলে রুশো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারডিন, কাগিসো রাবাদা, ইমরান তাহির, কাইল অ্যাবোট ও ক্রিস মরিস।
আগামী বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৪৬ ওভারে ১৬২ (আমলা ২২, ডি কক ২, দু প্লেসি ৪১, রুশো ৪, মিলার ৯, দুমিনি ১৩, বেহারদিন ৩৬, মরিস ১২, রাবাদা ১০, অ্যাবট ৫, তাহির ১*; নাসির ৩/২৬, মুস্তাফিজ ৩/৩৮, রুবেল ২/৩৪, মাহমুদউল্লাহ ১/১৩, মাশরাফি ১/১৭)
বাংলাদেশ: ২৭.৪ ওভারে ১৬৭/৩ (তামিম ৫, সৌম্য ৮৮*, লিটন ১৭, মাহমুদউল্লাহ ৫০, সাকিব ০*; রাবাদা ২/৪৫, অ্যাবট ১/২২ )