ঢাকা : রোববার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বেলা সারে বারোটার দিকে এ বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে তারা গণভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। দু’জনের মধ্যে সীমান্ত সমস্যাসহ সবেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, প্রণব মুখার্জি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ নিতে শনিবার রাতে বাংলাদেশে আসেন।