বার্তা৭১ ডটকমঃ পল্টন থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া জামিন ছয় সপ্তাহের জন্য বহাল রেখেছে আপিল বিভাগ।
সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেয়। এর ফলে মুক্তি পেতে মির্জা ফখরুলের সামনে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
আদেশে আদালত বলেছে, উন্নত চিকিৎসার জন্য ফখরুলকে ছয় সপ্তাহের জামিন দেয়া হলো। ছয় সপ্তাহ পর তাকে আদালতে আবারো আত্মসমর্পণ করতে হবে। এর আগে গত ৯ জুলাই মির্জা ফখরুলের জামিন বাতিলে রাষ্ট্রপক্ষের আবেদনের বিষয়ে আদেশের জন্য আজকের এই দিন ধার্য করেছিল আদালত।
একই সঙ্গে মির্জা ফখরুলের চিকিৎসার জন্য ওইদিন নতুন করে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে প্রতিবেদন জমার আদেশ দেয়। এরপর গতকাল রবিবার প্রতিবেদন জমা দেয়া হয়।
গত ২১ জুন মির্জা ফখরুলকে এই তিন মামলায় জামিন দেয় হাইকোর্ট। এরপর সেই জামিন স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। চিকিৎসার জন্য বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি রয়েছেন মির্জা ফখরুল।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী ছিলেন খন্দকার মাহবুব হোসেন। তাকে সহযোগিতা করেন- জয়নাল আবেদীন ও সগির হোসেন লিওন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ২১ জুন বিচারপতি মো. রোজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফখরুল ইসলাম আলমগীরকে তিন মামলায় জামিন দেয়। নাশকতার অভিযোগে জানুয়ারির ৪ ও ৬ তারিখে পল্টন থানায় মামলা তিনটি দায়ের করে পুলিশ।