বার্তা৭১ ডটকমঃ ভারতের বিপক্ষে সম্প্রতি একদিনের সিরিজ জয়ের পর থেকেই বাংলাদেশ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে কি পারবে না- এ নিয়ে এ পর্যন্ত আলোচনা কম হয়নি। র্যাঙ্কিয়ের নানা হিসাব নিকাশ হয়েছে। কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর ফের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ উঠে আসে।
বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফির ভাবনায় অবশ্য এ সব কিছুর চেয়ে বাংলাদেশ দলের পরিণত হওয়া বেশি গুরুত্বপূর্ণ।
সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আট মাস পরে চ্যাম্পিয়ন্স লিগ হবে এটা নিয়ে অত ভাবা যাবে না। ভাগ্যে থাকলে এমনিতেই হবে। এটা নিয়ে যত আলোচনা হচ্ছে তা ‘অতিরিক্ত’। আগে বাংলাদশ দলের পরিণত দল হওয়া বেশি গুরুত্বপূর্ণ। সে পথেই আমরা আছি।’
সহকর্মীদের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘আমাদের ছেলেরা হার্ডওয়ার্ক করেছে মাঠে। মানসিকভাবে খুব স্ট্রং ছিল। বোলিং ইউনিট খুব ভালো করছে। বিশ্বকাপ থেকেই ইউনিট হিসেবে ভালো করছে তারা। আর তাতে ব্যাটসম্যানদের কাজটাও সহজ হয়ে যাচ্ছে। হাশিম আমলা আউট হওয়ার পরই আমরা ম্যাচের মধ্যে ঢুকে যাই।’
তিনি আরো বলেন, ‘মাহমুদুল্লাহ ইনজুরি থেকে ফিরেও ভালো ব্যাট করেছে। আঙ্গুলের ইনজুরি কাটিয়ে ব্যাট ধরা খুব কঠিন। দারুণ দায়িত্বশীল ব্যাটিং করেছে। মাঠের বাইরে থেকে ওর ব্যাটিং দেখে খুব ভালো লেগেছে।’