বাংলাদেশে দুই দিনের সফর শেষে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন।
রোববার দুপুর ১টার আগে একটি বিশেষ বিমানে করে কলকাতার উদ্যেশে রওনা হন হিলারি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাস্যাডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন আহমেদ ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের।
শনিবার বিকালে ঢাকায় পৌঁছানোর পর সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন হিলারি। রাতে তিনি বসেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে। পারস্পরিক মতভেদ দূর করতে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের এক টেবিলে বসার আহ্বান জানান তিনি।
রোববার সকালে গুলশানে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার বাসভবনে ব্র্যাকের চেয়ারপার্সন ফজলে হাসান আবেদ ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) আয়োজিত মত বিনিময় এক অনুষ্ঠানে অংশ নেন।
আইএসডির অনুষ্ঠান শেষ করেই হিলারি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। এর আগে ১৯৯৫ সালে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন তিনি।