বার্তা৭১ ডটকমঃ বর্তমান সরকারের মন্ত্রিসভায় আরও রদবদল হচ্ছে। মন্ত্রিসভায় যোগ দিতে ছয়জন আজ মঙ্গলবার বিকালে শপথ নেবেন বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে।
মন্ত্রিসভায় নতুন নিয়োগ পাওয়া দু’জনের নাম নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন, চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসি এবং সংসদ সদস্য (সংরক্ষিত) তারানা হালিম।
মঙ্গলবার রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করানো হবে।
মন্ত্রিপরিষদ সচিবের কার্যালয় থেকে ফোন করে জানানো হয়েছে- এমন একটি সূত্র এ প্রতিবেদককে রদবদলের বিষয়টি নিশ্চিত করেছে।
সম্ভাব্য নতুন মন্ত্রী
এ তালিকায় মন্ত্রী- প্রতিমন্ত্রী হিসেবে ৫ জনের নাম রয়েছে। সম্ভাব্য মন্ত্রী- প্রতিমন্ত্রীদের তালিকায় রয়েছেন- সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান, চট্টগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম বিএসসি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তারানা হালিম, লালমনিরহাট- ২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ ও দিনাজপুর- ২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী।
অন্যদের মধ্যে সাবেক আইন মন্ত্রী ও কুমিল্লা- ৫ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, কিশোরগঞ্জ- ৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান, সাবেক খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও ঢাকা- ১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের নামও আলোচনায় রয়েছে।
সম্ভাব্য যারা বাদ পড়ছেন
আর সম্ভাব্য বাদ পড়াদের তালিকায় আছেন বিতর্কিত কয়েকজন।
যারা বাদ পড়ছেন তাদের জন্য সোমবারই ছিলো মন্ত্রিসভার শেষ বৈঠক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সদ্য দপ্তর হারানো মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এতে উপস্থিত ছিলেন না।
গত সপ্তাহে হঠাৎ আলোচনায় সৈয়দ আশরাফ প্রসঙ্গ আসলেও শুরু থেকেই ভেতরের আলোচনায় ছিলেন অন্যরা। ব্রাজিল থেকে ‘নিম্নমানের’ গম আমদানির পর দলের ভেতরে ও বাইরে তুমুল সমালোচনার মুখে আছেন পড়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শেষ পর্যন্ত বিষয়টি উচ্চ আদালতে যাওয়ায় আরো চাপের মুখে পড়েন তিনি।
প্রথম থেকে এ বিষয়ে খাদ্যমন্ত্রী কোনো মন্তব্য না করলেও জাতীয় সংসদে তিনি এর দায় বিএনপি এবং গণমাধ্যমের ওপর চাপিয়ে বলেছেন, খালেদা জিয়া ইস্যু তৈরি করতেই ‘গম বিতর্ক’ তৈরি করেছেন। ‘আসলে ওই গম দেখতে খারাপ হলেও গুণগত মান ভালো।’
তবে আওয়ামী লীগের ভেতর থেকেই এমন গম আমদানির বিষয়ে তীব্র সমালোচনা হয়েছে। প্রকাশ্যেই দলের একজন এমপি তার এলাকায় ওই গম ঢুকতে বাধা দেওয়ায় আরও চাপে পড়েন কামরুল ইসলাম।
মন্ত্রিসভার আরেক সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ব্যাপক সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জে র্যাবের হাতে ৭ খুনের ঘটনার পর। ওই ঘটনার প্রধান আসামি তার জামাতা।
এক পর্যায়ে বিষয়টা হালকা হয়ে গিয়েছিলো। কিন্তু দুর্নীতির দায়ে নিম্ন আদালত যে সাজা দিয়েছিলেন হাইকোর্ট তা বাতিল করলেও আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বাতিল করে বিষয়টি আবারো হাইকোর্ট বিভাগে পাঠিয়েছেন।
দুদকের আইনজীবী ওই রায়ের পর বলেন, এখন তিনি (মায়া) আর মন্ত্রী থাকতে পারবেন না। যদিও মায়ার আইনজীবী এর বিরোধিতা করে বলেছেন, আপিল বিভাগের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত মন্ত্রী থাকতে বাধা নেই।
মন্ত্রিসভার আরো কয়েকজন সদস্যকে নিয়ে আলোচনা আছে। সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ তাদের অন্যতম।
একাধিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরইমধ্যে মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছেন। মন্ত্রিসভা থেকে কাউকে কাউকে বাদ দিতে নীতিগত সিদ্ধান্তও নিয়েছেন তিনি।