বার্তা৭১ ডটকমঃ সিয়াম সাধনার পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।
শনিবার সকালে কোটি কোটি মুসলমান সারাদেশে অসংখ্য স্থানে ঈদগাহ এবং মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন। বৃষ্টির কারণে একটু কষ্ট হলেও সকলের মধ্যে ছিল আনন্দ ও উচ্ছ্বাস। এরপর বাড়ি বাড়ি গিয়ে মিষ্টিমুখ আর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা এবং নানা উৎসবের মধ্য দিয়ে দিনটি কাটাচ্ছেন তারা।
রাজধানীতে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায় শুরু হয়েছে ঈদ জামাত। সেখানে ঈদের পাঁচটি জামাত হবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সকল শ্রেণী ও পেশার মানুষ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন।
প্রতিবারের মতো এবারও সকাল ১০টায় দেশের বৃহত্তম ঈদ জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। দূর-দূরান্ত থেকে মুসল্লিদের আসার সুবিধার জন্য ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়।
এরআগে, শুক্রবার সন্ধ্যায় ১৪৩৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়ার পরই আনন্দ উদ্বেল হয়ে ওঠেন মানুষ।
শনিবার সকালে নতুন পোশাকে ঈদের নামাজ পড়ে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। এরপর বেড়াতে যাচ্ছেন একে অপরের বাড়ি, করছেন মিষ্টিমুখ। শিশুরা নতুন পোশাক পড়ে বড়দের কাছ থেকে সালামি আদায়ে তৎপর থাকবে সারা দিন। ঈদের দিন সেমাই, মিষ্টান্ন, কোর্মা, পোলাও, খিচুরি আরও নানা পদের খাবার রান্না করতে উপকরণ নিয়ে ঘরে ঘরে প্রস্তুত হয়ে আছেন গৃহিনীরা। পথের মানুষটি পর্যন্ত এ দিন চেষ্টা করবেন সাধ্যমত বিশেষ খাবার রান্নার।
এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্র, শনি ও রবিবার সরকারি ছুটি। ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আলাদা বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ও মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন।
প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে রেল, সড়ক, ও নৌপথে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। তাই রাজধানী এখন অনেকটাই ফাঁকা।
বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো ঈদের দিনসহ কয়েকদিন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। ঈদ উপলক্ষে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক দৈনিক পত্রিকা, নিউজ পোর্টালগুলো বিশেষ ঈদ সংখ্যা প্রকাশ করেছে।
ঈদের দিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।