বার্তা৭১ ডটকমঃ ভারতের রাজধানী দিল্লিতে চারতলা একটি ভবন ধসে চার নারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া একজন নিখোঁজের খবর পাওয়া গেছে।
শনিবার রাত পৌনে ৯টার দিকে পশ্চিম দিল্লির বিষ্ণু গার্ডেন এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
দেশটির সংবাদ মাধ্যম আরো জানায়, দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পশ্চিম দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার পুষ্পেন্দ্র কুমার জানান, ধ্বংসস্তূপে আটক ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে।
স্থানীয় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ও স্থানীয় পুলিশ ফোর্স উদ্ধার অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।