বার্তা৭১ ডটকমঃ দেশজুড়ে মসজিদ ও নিরাপত্তাবাহিনীর ওপর আত্মঘাতী হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে সৌদি আরব। দেশটির বিভিন্ন স্থাানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৪শ’ ৩১ জন আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তাবাহিনী।
গ্রেফতারকৃতদের বেশিরভাগই সৌদি নাগরিক। এছাড়াও তাদের মধ্যে ইয়েমেন, সিরিয়াসহ ৬টি দেশের নাগরিকও রয়েছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রতি শুক্রবার মসজিদে জুম্মার নামাজের সময় বোমা হামলার পরিকল্পনা করেছিলো জঙ্গিরা। এছাড়াও কূটনৈতিক মিশন, নিরাপত্তাবাহিনী ও সরকারি স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু ছিলো।
এর আগে গত এপ্রিলে রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার পরিকল্পনার অভিযোগে ৯৩ আইএস জঙ্গিকে গ্রেফতার করেছিল সৌদি কর্তৃপক্ষ।
সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে জোট বিমান হামলা চালাচ্ছে, সৌদি আরব তার অংশ।
আইএসকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি বলে গণ্য করে সৌদি আরব।