বার্তা৭১ ডটকমঃ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রবিবার সকাল সোয়া ৮ টায় এ ঘটনা ঘটে।
উদ্ধারকৃত বারের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এসময় দুইজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- মো. বিলাল (৭০), শাহ্ আলম (২৬)। তাদের বাড়ি কেরানিগঞ্জ। সম্পর্কে তারা বাবা-ছেলে।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) তানজিনা আক্তার জাগো নিউজকে জানান, কে বা কারা দেশের বাইরে থেকে স্বর্ণ এনে বাংলাদেশের দু`জন রিসিভারের কাছে পৌঁছে দেয়। বিমানবন্দরের ক্যানোপি ২ গেটের সামনে দু`জনের গতিবিধি সন্দেহজনক মনে হলে এপিবিএনের সদস্যরা তাদের তল্লাশি চালায়। এসময় তাদের পকেট থেকে ৬টি স্বর্ণের বার পাওয়া যায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তানজিনা আক্তার।