বার্তা৭১ ডটকমঃ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে লন্ডন যাওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে এযাত্রায় তা স্থগিত করেছেন সদ্য মন্ত্রিত্বের দপ্তর হারানো ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
গণভবনে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দীর্ঘ বৈঠক শেষে সেখান থেকে বের হওয়ার পথে তার কর্মকর্তাদের সৈয়দ আশরাফ জানান, তিনি বুধবার বিদেশে যাবেন না।
মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সৈয়দ তোফাজ্জল ইসলাম বলেন, “স্যার বলেছেন, ‘প্রটোকলকে জানিয়ে দেন আমি কালকে যাচ্ছি না’।”
এর আগে সৈয়দ তোফাজ্জল জানিয়েছিলেন, স্ত্রী ও কন্যার সঙ্গে ঈদ করতে বুধবার লন্ডন যাচ্ছেন সৈয়দ আশরাফ।
গণভবনের কয়েকজন কর্মকর্তা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দলীয় সভানেত্রী সন্ধ্যায় তার সরকারি বাসভবনে ডেকে পাঠান।
সন্ধ্যা সাড়ে ৭টায় আশরাফ গণভবনে যান বলে সেখানে দায়িত্বরত নিরাপত্তা সংস্থার সদস্যরা জানিয়েছেন।
রাত পৌণে ১০টার দিকে সেখান থেকে বের হয়ে আসেন আশরাফ।
সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, দীর্ঘ দুই ঘণ্টার আলাপে শেখ হাসিনা লন্ডন না যেতে অনুরোধ করেন আশরাফকে।
গত ৯ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আশরাফকে সরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে করা হয় দপ্তরবিহীন মন্ত্রী।
শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন বলে পরিচিত এই নেতাকে দপ্তরছাড়া করার পর দেশজুড়ে আলোচনা এবং বিভিন্ন গুঞ্জনের সৃষ্টি হয়।
তবে আশরাফ দলীয় কর্মসূচিতে সক্রিয় রয়েছেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের এই ছেলে দপ্তর হারানোর পর এক অনুষ্ঠানে বলেন, দলের প্রতি তার আনুগত্য অটুট আছে।
মঙ্গলবার সন্ধ্যায়ও রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নেন আশরাফ।
সেখানে বক্তব্যে তিনি আওয়ামী লীগ নেতাদের মঙ্গল কামনা এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আগামী রমজানেও একই রকম আয়োজনে থাকার প্রতিশ্রুতি দেন।