বার্তা৭১ ডটকমঃ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের যাবতীয় প্রস্তুতি শেষ। এখন শুধু অপেক্ষার পালা। আর সেই সঙ্গে দলের নেতা-কর্মী ও সংশ্লিষ্ট সবার কেবল একটাই কৌতূহল- কে হচ্ছেন নতুন সভাপতি কিংবা সাধারণ সম্পাদক। আগামী ২৫-২৬ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় রাজনীতিতে কারা আসছেন নতুন নেতৃত্বে। মনোনয়নপত্র জমা দিয়েছেন দেড় শতাধিক পদপ্রত্যাশী নেতা। যদিও সেখান থেকে সম্ভাবনার তালিকায় মূলত ডজনখানেক নেতার নামই শোনা যাচ্ছে বেশি। কিন্তু দলের মধ্যে বিভিন্ন সিন্ডিকেটের কারণে নির্বাচন নাকি মনোনয়নের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ঘোষণা করা হবে, তা নিয়ে সংশয় কাটছে না। তবে সংগঠনের একাধিক নেতা জানিয়েছেন, সিন্ডিকেট মুক্ত করতে এবার আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করতে পারেন। বর্তমান সরকারের টানা দুই মেয়াদে সারা দেশে নানা নেতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে সমালোচিত হয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে নেতিবাচক প্রশ্ন তোলে বিভিন্ন মহল। আর সে কারণেই এবারের সম্মেলনকে বেশ গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছেন সবাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নতুন নেতৃত্বের বিষয়টিকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতাও বিষয়টি দেখভাল করছেন। আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এবার সম্মেলনে চমক থাকছে। ছাত্রলীগের ভাবমূর্তি উদ্ধারে বিগত দিনে যারা সৎ, মেধাবী এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছে তারাই নেতৃত্বে উঠে আসবে। অভিজ্ঞ হলেও সমালোচিত কোনো নেতাকেই জায়গা দেওয়া হবে না। আর সেক্ষেত্রে নতুন মুখও আসতে পারে। ছাত্রলীগের বর্তমান নেতারাও এমনটিই ইঙ্গিত দিয়েছেন। এবার সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের নতুন নেতৃত্বে তারাই উঠে আসবে যারা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে সক্রিয় ছিলেন। একই সঙ্গে যারা বিএনপি কিংবা জামায়াত-শিবিরের সহিংসতা ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিল তারাই ছাত্রলীগে নেতৃত্ব দেবে। বিভিন্ন সূত্রে কথা বলে সম্ভাব্যদের তালিকায় যাদের নাম পাওয়া গেছে, তার মধ্যে রয়েছেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, গণ যোগাযোগ সম্পাদক অহিদুর রহমান জয়, সমাজকল্যাণ সম্পাদক কাজী এনায়েত, পরিবেশ সম্পাদক সাইফুর রহমান সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের সাবেক সহ সভাপতি এনায়েত হোসেন রেজা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু, মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক রানা, ছাত্রবৃত্তি সম্পাদক ইমতিয়াজ বাপ্পী, কৃষি বিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম ও কেন্দ্রীয় নেতা এনামুল হক প্রিন্স, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক আসাদুজ্জামান নাদিম, উপ-আইন সম্পাদক বিপ্লব হাসান পলাশ প্রমুখ। তবে এবারের সম্মেলনের আরেকটি বিশেষ দিক হচ্ছে, প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় ছাত্রলীগের সম্মেলনে উপস্থিত থাকতে পারেন। এ জন্য অনেকেই মনে করছেন, এবার একটা চমক থাকতে পারে। এদিকে আওয়ামী লীগের বড় একটি অংশ ও সাবেক ছাত্রনেতাদের অনেকেই চাচ্ছেন ছাত্রলীগের আগামী নেতৃত্ব শেখ হাসিনার পছন্দে আসুক। সম্মেলন প্রথমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইফুজ্জামান শেখর কয়েকজন সাবেক ও বর্তমান ছাত্রনেতাকে নিয়ে সম্ভাব্য স্থান সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন।