বার্তা৭১ ডটকমঃ নতুন করে মন্ত্রিসভায় শিগগির আর কোনো পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ।
রোববার দুপুরে সিলেটের যুগলটিলাস্থ ইসকন মন্দিরে শ্রীশ্রী জগন্নাথ বলদেব-সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী। আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মন্ত্রিসভায় কিছু কিছু পরিবর্তন হয়েছে, আমার মনে হয় না আর বড় কিছু হবে। এটা একটি গতিশীল প্রক্রিয়া।
অর্থমন্ত্রী আরও বলেন, সরকারের প্রথম মেয়াদের ৫ বছর পর নতুন মন্ত্রিসভা হল, তখন প্রধানমন্ত্রী কোনো বিশেষ পরিবর্তন করেন নাই। তাই একটু সময় নিয়ে করেছেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অরজুন মালাকার, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার ফয়সল মাহমুদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম প্রমুখ।