বার্তা৭১ ডটকমঃ ঈদ উপলক্ষে গত শুক্রবার থেকে রোববার(১৭ –১৯ জুলাই’২০১৫) পর্যন্ত বন্ধ থাকার পর সোমবার(২০ জুলাই’২০১৫) থেকে আবারও ব্যাংকের লেনদেন শুরু হয়েছে। তবে রাজধানীতে ঈদের আবহ এখনও বিরাজ করায় ব্যাংক শাখাগুলোয় তেমন ভিড় লক্ষ্য করা যায়নি।
অন্যদিকে টানা ছয় দিনের ছুটির পর মঙ্গলবার(২১ জুন’২০১৫) থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আবারও লেনদেন শুরু হবে।
ওই দিন থেকেই উভয় বাজারে আবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হবে।