বার্তা৭১ ডটকমঃনারী পাচার এবং দেহ ব্যবসার কেন্দ্র হয়ে উঠেছে কলকাতার পানশালাগুলি। কলকাতার বিভিন্ন অঞ্চলের এই পানশালাগুলিতে বেশি রাত পর্যন্ত মদ পরিবেশন করা হয়। সেই সঙ্গে চলে গায়িকা এবং নর্তকীদের অনুষ্ঠান।
কলকাতার একটি এনজিও আদালতের কাছে পিটিশন দাখিল করে অভিযোগ করেছে, আইন না মেনে শহর কলকাতার লাগোয়া অঞ্চলগুলিতে এই ধরনের নাচ পরিচালনা করা হচ্ছে। এই ধরনের নাচের অনুষ্ঠানকে সাধারণ ভাবে বলা হয় ‘ক্যাবারে’।
আইন অনুযায়ী শহরের যে কোন রেস্তোরাঁতে ক্যাবারের অনুষ্ঠান করতে হলে কলকাতা পুলিশের বিশেষ অনুমতি নিতে হয়। কলকাতা শহর সংলগ্ন এলাকায় যে ‘ক্যাবারে’ পরিচালনা করা হচ্ছে তা সম্পূর্ণ বেআইনি। কারণ কলকাতার বাইরে কোনভাবেই এই পানশালাগুলিতে এ ধরনের ‘ক্যাবারে’ পরিচালনার অনুমতি নেই।
সম্প্রতি কলকাতা পুলিশের এলাকার ভেতরে দক্ষিণ কলকাতার একটি পানশালায় এই ‘ক্যাবারে’ নিয়ে বচসার জোরে কিছু সন্ত্রাসী রাস্তার উপরে দাঁড়িয়ে অবাধে গুলি বর্ষণ করে। এতে এক পথচারী যুবকের মৃত্যু হয়।
এর পরেই পানশালাগুলিতে ‘ক্যাবারে’ নাচ নিয়ে প্রশ্ন ওঠে কলকাতায়। জানা গেছে কলকাতায় ‘ক্যাবারে’ হয় অনেক পানশালাতে। কলকাতা পুলিশের থেকে এর জন্য প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয় না।