বার্তা৭১ ডটকমঃ স্থলসীমান্ত সংক্রান্ত বাংলাদেশ ও ভারতের সমন্বয় কমিটির বৈঠক আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত হবে।
এ বৈঠকে ছিটমহল হস্তান্তরের পর সীমানা নির্ধারণ সংক্রান্ত আলোচনা করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে ভারতের টাইমস অব ইন্ডিয়া সোমবার জানায়, ভারতীয় এক কর্মকর্তা রোববার জানিয়েছেন, স্থলসীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আগামী ২৩ জুলাই ঢাকায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
এ বৈঠকে ভারত ও বাংলাদেশের প্রতিনিধি দল ছাড়াও মায়ানমারের প্রতিনিধি দলও উপস্থিত থাকবে। এছাড়াও ভারতের উত্তর-পূবাঞ্চলীয় রাজ্যের সচিব মর্যাদার প্রতিনিধিরাও এ বৈঠকে উপস্থিত থাকবেন।
এ বৈঠকে ত্রিপুরা রাজ্যের পক্ষে রাজস্ব সচিব পুণিত আগরওয়াল উপস্থিত থাকবেন।
টাইমস অব ইন্ডিয়া ত্রিপুরা রাজ্যের রাজস্বমন্ত্রী বাদল চৌধুরীর বরাত দিয়ে জানায়, স্থলসীমান্ত চুক্তি অনুযায়ী, ত্রিপুরার ধালাই জেলার চন্দননগরের অমীমাংসিত গ্রাম কমলাপুর ত্রিপুরার সঙ্গে এবং দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়ার মুহুরীচর বাংলাদেশের সঙ্গে একীভূত হবে।
চন্দননগরসহ ১৬২টি ছিটমহলের ১১১টি ভারতে এবং বাংলাদেশের মধ্যে ৫১টি ছিটমহলবাসী কোনো রাষ্ট্রীয় সুবিধা পান না। ফলে, তারা সুবিধাবঞ্চিত নাগরিক হিসেবেই এতদিন বসবাস করে এসেছেন।
দীর্ঘ ৪১ বছর পর ভারতীয় সংসদ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে স্বাক্ষরিত স্থলসীমান্ত চুক্তি অনুমোদন দেয়।
চুক্তি অনুযায়ী, ১১১টি ছিটমহলের ১৭,১৬০.৬৩ একর জমি বাংলাদেশকে এবং ৫১টি ছিটমহলের ৭,১১০.০২ একর জমি ভারতকে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
এবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।