বার্তা৭১ ডটকমঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ দুপুরে এ কথা জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
তিনি জানান, খালেদা জিয়া সকাল সাড়ে ৯টায় মধ্যে নিজ বাসভবন থেকে বখশিবাজারে অবস্থিত বিশেষ আদালতে রওয়ানা করবেন। খিালেদা জিয়া আদালতে উপস্থিত থেকে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহন করবেন ।