বার্তা৭১ ডটকমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ যদি একটু স্বস্তি পায়, তাদের জীবন যাতে উন্নত হয় সেদিকেই আমাদের লক্ষ্য রাখতে হবে। নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা দিন এবং নিরাপত্তারও প্রয়োজন।তাই বলে আমি যেন জনবিচ্ছিন্ন না হয়ে যাই সে দিকটিও দেখতে হবে।কেননা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে আমার বেঁচে থাকার অর্থ নেই।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখছিলেন। এসএসএফের উন্নতি কামোনা করে করে তিনি এই বাহিনীর আরও সমৃদ্ধি হবে।
প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ন।বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে এবং সে দোয়াই করি। প্রধানমন্ত্রী এ সময় এসএসএফ’র সকল সদস্যদের দক্ষতা, নিষ্ঠা, কর্তব্যপরায়নতা, আনুগত্য, পেশাদারিত্ব ও নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেন।
ভবিষ্যতেও এই বাহিনীর সদস্যরা অতীতের ন্যায় প্রশ্নাতীত আনুগত্য ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে তাদের ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাবে বলেও আশা প্রকাশ করেন। দরবার শেষে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথি ও এসএসএসফ সদস্যদের সাথে প্রীতিভোজে অংশ নেন। ১৯৮৬ সালে গঠিত এলিট ফোর্স এসএসএফ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং সরকার কর্তৃক ঘোষিত অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা দিয়ে থাকে। দরবারে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ, ৩ বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসান উপস্থিত ছিলেন।