বার্তা৭১ ডটকমঃ ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসমানীনগর থানার ওসি মোরসালিন আহমদ জানান, বাসটি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছিল। ব্রাহ্মণগ্রাম এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়।
সিলেটের এএসপি সুজ্ঞান চাকমা (মিডিয়া) জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।