বার্তা৭১ ডটকমঃ ছাত্রলীগের দু’দিনব্যাপী ২৮তম জাতীয় সম্মেলন চলছে। এখান থেকেই নির্বাচিত করা হবে আগামী দিনে সংগঠনটির নেতৃত্ব। কিন্তু কারা পাচ্ছেন সংগঠনটিকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নেওয়ার দায়িত্ব? ছাত্রলীগের বর্তমান সভাপতি এইচ বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এরইমধ্যে করেছেন ঠিক তাদের প্যানেল।
তাদের মনোনীত প্যানেল থেকে সভাপতি পদে লড়বেন ছাত্রলীগের বর্তমান কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগ ও সহ-সম্পাদক জাকির হোসেন।
শনিবার (২৫ জুলাই) রাতে এ প্যানেল ঠিক করা হয় বলে ছাত্রলীগের নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।
সাইফুর রহমান সোহাগ এর আত্মজীবনী
এক যুগের আদর্শবান ছাত্র রাজনীতিকের প্রতিচ্ছবি সাইফুর রহমান সোহাগ ।পারিবারিকভাবে তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত । মাদারিপুর জেলার অধিবাসী বাবা এইচ এম আব্দুর রহমান হলেন হাইস্কুলের শিক্ষক।
মা ও করতেন সরকারী চাকুরি। নানা মরহুম আব্দুল গনি মাতবর ছিলেন শরিয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের আওয়ামীলীগের আজীবন সভাপতি।
বর্তমানে তার মামা আনোয়ার মাতবর ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। সাইফুর রহমান সোহাগরা তিন ভাই । তন্মধ্য তিনি দ্বিতীয়। অন্য দুই ভাই বর্তমানে সুইডেন যুবলীগের রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত।
তিনি ২০০২ মাদারীপুর সরকারী স্কুল থেকে এস.এস.সি পাশ করেন। উল্লেখ্য বঙ্গবন্ধুও ওই স্কুলের ছাত্র ছিলেন। সরকারী নাজিমুদ্দিন কলেজে এইচ.এস.সি পড়ার সময়েই তিনি রাজনীতির সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত হন।
এইচ.এস.সি পাশ করার পর প্রথম বছরেই তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পান এবং পরবর্তী বছরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাই নিজের মেধার স্বাক্ষর রাখেন।
তিনি ২০০৫-০৬ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং বিএনপির শাসনামলে ছাত্রলীগের দুঃসময়ে কর্মী হিসেবে নিজেকে প্রমান করে ২০০৯ সালের ৩১ জুলাই জিয়া হলের সাধারন সম্পাদক হন।
২০১১ সালের মার্চে কেন্দ্রীয় ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক হওয়ার আগ পর্যন্ত তিনি ওই দায়িত্ব পালন করেন।
তিনি বাগেরহাট জেলার দায়িত্ব প্রাপ্ত নেতা। বিএনপির শাসনামল ,ওয়ান ইলেভেন ও জামাত-বিএনপির ধ্বংসাত্মক কর্মকান্ডের সময় রাজপথে তার ছিলো দীপ্ত পদাচারনা।
অনেক অত্যাচার সহ্য করেও তিনি ছিলেন তার আদর্শে অবিচল। তার শত্রুও তার বিরুদ্ধে কটু কথা বলতে পারে না।
স্বচ্ছ ও আদর্শবান ব্যক্তিত্ব বলতে যা বোঝায় তাই হলো সাইফুর রহমান সোহাগ।তিনি ভাষা বিজ্ঞান থেকে মাস্টার্স শেষ করার পর বর্তমানে ডিজাস্টার ম্যানেজমেন্টে মাস্টার্স করছেন।