বার্তা৭১ ডটকমঃ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ সকালে মন্ত্রণালয়ে গিয়ে সাক্ষাৎ করেন তিনি । দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করলেন।
এর আগে গত ১৬ জুলাই বঙ্গভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে পরিচয়পত্র পেশ করেন।
জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবেকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে তার দেশের সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং এ সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় মাসাতো ওয়াতানাবে জানান, বাংলাদেশের উন্নয়নে জাপান সবসময় পাশে থাকবে। ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে উন্নীত হতে জাপান সহায়তা করবে।
বাংলাদেশ-জাপান দুই দেশের মধ্যে গত বছর থেকে সচিব পর্যায়ের বৈঠকের (এফওসি) সিদ্ধান্ত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জাপানের রাষ্ট্রদূত এফওসি বৈঠকের কথা উল্লেখ করে জানান, দুই দেশের সম্পর্ক এখন সার্বিক অংশীদারিত্বমূলক পর্যায়ে উন্নীত হয়েছে। সামনের দিনগুলোতে এ সম্পর্ক আরও নতুন মাত্রায় উন্নীত হবে।
পররাষ্ট্রমন্ত্রী জাপানের রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ সরকার জাপানের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পদক্ষেপ নিয়েছে। পরস্পরের স্বার্থে বাংলাদেশে বিনিয়োগের জন্য পররাষ্ট্রমন্ত্রী জাপানের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।