বার্তা৭১ ডটকমঃ প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, তিনি অবৈধ ভিওআইপি ব্যবসা সম্পূর্ণ বন্ধ এবং টেলি যোগাযোগ মন্ত্রণালয়কে দুর্নীতি মুক্ত রাখতে চান। আজ সচিবালয়ে ডাক ও টেলিযোগ বিভাগের কার্যক্রম পর্যালোচনা এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন জয়।
টেলিযোগাযোগের খরচ কমানোর সঙ্গে সঙ্গে ইন্টানেটের কাভারেজ বাড়ানোর আকাঙ্খার কথাও জানান জয়। জয় বলেন, তার উদ্দেশ্য দেশের মানুষের জন্য কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
টেলিযোগাযোগ খাতকে দুর্নীতি মুক্ত করার আহবানের পাশাপাশি সজীব ওয়াজেদ জয় বলেন, দেশে তথ্য-প্রযুক্তি বিষয়ে এরই মধ্যে অনেক কাজ হয়েছে।