বার্তা৭১ ডটকমঃ রাজধানীর তেজগাঁও থানার রেল গেট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ। অপর এক অভিযানে বনানী থানা এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া সেন্টার থেকে গণমাধ্যমকে আজ দুপুরের দিকে এ তথ্য জানানো হয়। বুধবার রাতে গোয়েন্দা পুলিশ এ দু’টি অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত তিন ডাকাত হলো- মো. শামীম, মো. মাসুম মিয়া ও মো. দুলাল সরকার। ডাকাতদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃতেএকটি মিনি ট্রাক, একটি লোহার চাপাতি ও দুইটি ছোরা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী ৫/৬ ডাকাত পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা ঢাকা ও ঢাকার আশেপাশের বিভিন্ন জেলার দোকানের সাটার ভেঙ্গে ও তালা কেটে দোকানে রক্ষিত মোবাইল ফোন, ব্যাটারী, টায়ার, টিউব, মোবিল, গিয়ার অয়েল, রড, সিমেন্ট, চাল, গার্মেন্টস এর মালামালসহ অন্যান্য মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপর এক অভিযানে রাত পৌনে ৮টার দিকে বনানী থানা এলাকায় (সৈনিক ক্লাব রোড) অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরা হলো- মো. আলমগীর হোসেন ও মো. তোতা মিয়া ওরফে আমিন।
তাদের হেফাজত থেকে ৩১ বোতল ফেনসিডিল ও ৪ লিটার তরল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী ৩/৪ জন পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা কৌশলে দিনাজপুর হিলি ও কুমিল্লা সীমান্ত থেকে ফেনসিডিল এনে ঢাকা শহরের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে