মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লায় এবছর শতকরা পাশের হার ৮৫.৬৪। মোট জিপিএ ফাইভ পেয়েছে পাঁচ হাজার ১৭৯ পরীক্ষার্থী। ফলাফলের দিক দিয়ে শীর্ষ ২০টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে কুমিল্লা জিলা স্কুল। শতভাগ উত্তীর্ণ এ স্কুলে জিপিএ ফাইভ পেয়েছে ৩১৭জন। দ্বিতীয় হয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ, তৃতীয় কুমিল্লা ক্যাডেট কলেজ, চুতর্থ নওয়াব ফয়জুন্নেসা গার্লস স্কুল ও পঞ্চম হয়েছে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ।
চলতি বছর কুমিল্লা বোর্ডের অধীন ছয়টি জেলায় মোট এক লাখ ২৮হাজার ৫৯১জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে পাশ করে এক লাখ ১০ হাজার ১৩১ পরীক্ষার্থী। শতভাগ পাশ করে ১৩০টি স্কুলের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, কুমিল্লা বোর্ডে ছেলেরা শতকরা ৮৮.৩৪জন পাশ করে মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছে।