বার্তা৭১ ডটকমঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে হত্যার হুমকি দেয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওই যুবকের নাম ইমাম মাহাকি। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি র্যাব।
সোমবার বিকালে রাজধানীর কারওরান বাজারের এফডিসি গেইট এলাকা থেকে মাহাকিকে আটক করা হয় বলে র্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম মাসুদ রানা জানিয়েছেন।
গত ১৪ জুলাই আনিসুল হককে তার ব্যক্তিগত টেলিফোনে হুমকি দেয়া হয় বলে তিনি গুলশান থানায় অভিযোগ করেন।
র্যাব কর্মকর্তা মাসুদ রানা বলেন, “এই যুবকের ফোন পেয়ে কথা বলার সময় আনিসুল হক লাইন কেটে দিলে পরে ফোন করে ওই যুবক হুমকি দিয়ে বলেন, ‘লাইনটা কেটে দিলেন, ভালো করলেন না’।”
মেয়রের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-২ এর অধিনায়ক জানান।