বার্তা৭১ ডটকমঃ চাদপুর জেলায় পুলিশের অভিযানে কাগজপত্র ও রেজিস্ট্রেশনবিহীন দেড় শতাধিক মোটরসাইকেল আটক করা হয়েছে।
শহরের শপথ চত্বর, ওয়্যারলেস মোড় ও বাবুরহাট এলাকায় আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা অভিযান চালিয়ে এ সব মোটরসাইকেল আটক করা হয়।
চাঁদপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুর রহমান জানান, নতুন মোটরসাইকেল কিনে যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, তাদের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আর পুরনো যেসব মোটরসাইকেলের কাগজপত্র নেই সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁদপুর জেলা পুলিশ সুপার শামছুন নাহার জানান, নিরাপদ সড়ক নিশ্চিত করতে পুলিশের এই অভিযান শুধু মোটরসাইকেলেই নয়, বৈধ কাগজপত্র নেই এমন সব যানবাহনের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে। এ জন্য জেলা শহর ছাড়াও উপজেলাগুলোতে একযোগে অভিযান চালানো হবে। আটক মোটরসাইকেলগুলো জেলা পুলিশ লাইনে রাখা হয়েছে বলে জানান পুলিশ সুপার শামছুন নাহার।