বার্তা৭১ ডটকমঃ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের প্রখ্যাত ভাস্কর বীরমাতা ফেরদৌসি প্রিয়ভাষিণীকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। সেই সঙ্গে তার ছেলে কারু তিতাসকেও হত্যার হুমকি দেয়া হয়েছে।
শনিবার বিকেলে তার সেলফোনে একটি অপরিচিত একটি নম্বর থেকে এ হুমকি দেয়া হয়। প্রথমে প্রিয়ভাষিণীকে পরে তার ছেলেকে হুমকি দেয় অজ্ঞাত ব্যক্তিরা।
এ প্রসঙ্গে ফেরদৌসি প্রিয়াভাষিণী বলেন, ‘গত রাতে একটি টকশোতে আমি নিলয়সহ ব্লগারদের হত্যা ও এগুলোর বিচার না হওয়া নিয়ে মন্তব্য করায় হুমকি দিয়েছে বলে আমি মনে করছি।’
তিনি আরো বলেন, ‘ফোর নম্বরটি থেকে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। আমি গালি শোনে ফোনটি কেটে দেই এবং নম্বরটিও মুছে ফেলি। পরে তারা আমার ছেলেকেও ফোন দিয়ে হত্যার হুমিকি দেয়।’
এ বিষয়ে তিনি ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।