বার্তা৭১ ডটকমঃ ব্লগার নিলয় হত্যাকা-ের ঘটনা তদন্তে যুক্ত হচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। আজ ঢাকার ঢাকায় অবস্থানকারী এফবিআই প্রতিনিধি ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিলয় হত্যার তদন্তে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। ডিএমপির পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে। এর প্রেক্ষিতে আগামীকাল নগর গোয়েন্দা পুলিশের সঙ্গে এফবিআই প্রতিনিধিদের আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে তদন্তে কোন কোন বিষয়ে এফবিআই সহযোগিতা করতে পারে তা নিয়ে আলোচনা হবে বলে ডিএমপি সূত্র জানিয়েছে। এ বৈঠকের পর এফবিআই সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে যেতে পারেন। ডিএমপির ডিসি (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।