বার্তা৭১ ডটকমঃ ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে একটি মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২০ জন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোর ৫টার দিকে বৈদ্যনাথ মন্দিরে ভক্তের ভিড়ের চাপে হতাহতের এ ঘটনা ঘটে।
প্রতিবছর শ্রাবণ মাসে ভক্তরা বৈদ্যনাথ মন্দিরে জড়ো হয়ে শিবের মাথায় গঙ্গাজল ঢেলে আচার পালন করেন।
ভোরে মন্দিরের বাইরে হাজার হাজার মানুষের লাইনের মধ্যে আগে যাওয়ার চেষ্টায় হুড়োহুড়ি শুরু হলে পদদলনের এই ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়।
দেওঘরের বৈদ্যনাথ মন্দিরে পদদলনের ঘটনা এর আগেও ঘটেছে। ২০০৭ সালে ওই ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছিল।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভারতে হিন্দুদের বিভিন্ন তীর্থস্থানে প্রতিবছরই ভিড়ের চাপে পদদলনের ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়।
গত অক্টোবরে মধ্য প্রদেশের রত্নগড়ের এক মন্দিরে পদপিষ্ট হয়ে মারা যায় ৯১ জন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ২০১১ সালে কেরালায় আরেক তীর্থে একইভাবে শতাধিক মানুষের প্রাণ যায়।