বার্তা৭১ ডটকমঃ চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার বেলা ১২টায় নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় যুক্তরাষ্ট্র বিএনপির কয়েকজন নেতা তাকে স্বাগত জানান।
স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে নিউ ইয়র্কের একটি হোটেলে উঠেছেন মির্জা ফখরুল। বৃহস্পতিবার কর্নেল হাসপাতালের চিকিৎসকদের দেখানোর কথা রয়েছে তার।
ফখরুলের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়েছে। এর অস্ত্রোপচার প্রয়োজন হলে তা যুক্তরাষ্ট্রেই করাতে চেয়েছিলেন সাবেক এই প্রতিমন্ত্রী।
গত ২৭ জুলাই তিনি ঢাকা থেকে সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এবং ইকোনো হসপিটালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে।
নিউ ইয়র্কে বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের ফখরুল বলেন, “সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শে নিউ ইয়র্কে এলাম।”
হুইল চেয়ারে করে বিমানবন্দেরের বাইরে এসে সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, “আমি দেশবাসীসহ দলের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের দোয়া চাইছি, যাতে সুস্থ হয়ে দেশে ফিরতে পারি। আমি যাতে আবার দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে পারি।”
নাশকতার মামলায় ছয় মাস ধরে কারাগারে ছিলেন মির্জা ফখরুল। ক্যারোটিড আর্টারির চিকিৎসার কোনো ব্যবস্থা বাংলাদেশে না থাকায় গত ১৪ জুলাই সুপ্রিম কোর্ট ফখরুলকে বিদেশে যেতে জামিন দেয়।
নিউ ইয়র্কে অবস্থানকালে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না বলে ফখরুল জানিয়ে দিয়েছেন বলে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ জানিয়েছেন।
“আমরা অনুরোধ জানিয়েছিলাম, চিকিৎসার পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের এক মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্যে। কিন্তু তিনি সম্মত হননি,” বিমানবন্দর থেকে বেরোনোর পর বলেন তিনি।
এদিকে হোটেলে পৌঁছানোর পর সেখানে গিয়ে ফখরুলের সঙ্গে দেখা করেছেন কয়েক মাস ধরে নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা।