বার্তা৭১ ডটকমঃ ঢাকা সফররত নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। বুধবার দুপুরে ডাচ রানি বঙ্গভবনে পৌঁছান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
রাষ্ট্রপতির সঙ্গে রানি ম্যাক্সিমার সাক্ষাতের পর প্রেস সচিব বলেন, “সাক্ষাতে রাষ্ট্রপতি বাংলাদেশের দারিদ্র বিমোচনে ক্ষুদ্রঋণের ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়া নারীর ক্ষমতায়নে সরকারের নেওয়া পদক্ষেপ ও গার্মেন্টস শিল্পের ভূমিকার কথা জানান।
“নেদাল্যান্ডসের রানি ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র বিমোচনের সফলতারও প্রশংসা করেন। তিনি নারীর ক্ষমতায়নে সরকারের পদক্ষেপেরও প্রশংসা করেন এবং আশা করেন বাংলাদেশ এই ধারা অব্যহত রাখবে।”
রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া এবং তা মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে ডাচ রানিকে জানান। প্রেস সচিব জয়নাল আবেদীন আরও বলেন, “সাক্ষাতে রাষ্ট্রপতি বলেছেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ভূ-প্রকৃতিগত সাদৃশ্য রয়েছে। নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দেশ একে অপরের সহযোগিতা করতে পারে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ উপকৃত হতে পারে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।”
রাষ্ট্রপতি এসময় সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) উন্নয়নে সরকারের সাফল্য এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গৃহীত পদক্ষেপ সম্পর্কে রানিকে ধারণা দেন।
আবদুল হামিদ এসময় স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময় ২০১২ সালে তার নেদারল্যান্ডস সফরের অভিজ্ঞতা তুলে ধরেন।