বার্তা৭১ ডটকমঃ ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই এ বিশ্ব নেতৃত্বের সমর্থন চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে খসড়া রেজোলিউশন পেশ করেছে ফ্রান্স। বলা হচ্ছে, একটি শক্তিশালী আন্তর্জাতিক জনমত গড়ে তোলার ক্ষেত্রে এটি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁল্যাদ্যের কৌশলের একটি অংশ।
এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সামরিক সহযোগিতা দেয়ার আহ্বান জানিয়ে পৃথক আরেকটি প্রস্তাব পেশ করেছে রাশিয়া।
ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলেছেন, প্যারিস হামলায় জড়িতদের কেউ কেউ ইউরোপে শরণার্থীদের প্রবেশের সুবিধা নিয়ে কর্তৃপক্ষের নজর এড়িয়ে ফ্রান্সে ঢুকে পড়েছিল।
কর্তৃপক্ষ বলছে, হামলার পরপরই তারা জানতে পেরেছে যে হামলার মূল হোতা আবদেলহামিদ আবাউদ সিরিয়া থেকে গ্রিস হয়ে ফ্রান্সে প্রবেশ করেছিল। তবে ওই ব্যক্তি শরণার্থী ছিল কি না তা জানা যায়নি।
এদিকে ফ্রান্সে শুক্রবার সন্ত্রাসী হামলার প্রধান ষড়যন্ত্রকারী বলে যাকে সন্দেহ করা হচ্ছে সেই আব্দেল হামিদ আবাউদ মারা গেছে।
ফরাসী সরকার জানাচ্ছে গত বৃহস্পতিবার প্যারিসের স্য দেনি এলাকায় পুলিশ অভিযানে নিহত ২ জনের একজন ছিল ওই ব্যক্তি।
অন্যদিকে শুক্রবার আরোপ করা জরুরি অবস্থার মেয়াদ আরো অন্তত ৩ মাস বাড়তে চলেছে ফ্রান্সে।