বার্তা৭১ ডটকমঃ রাজধানীর মহিলা হোস্টেল থেকে এক নারী ব্যাংকারের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সোনিয়া আক্তার মরিয়ম (২৫)। তিনি রূপালী ব্যাংক ধানমন্ডি শাখায় সিনিয়র অফিসার ছিলেন। তিনি অতিরিক্ত ঘুমের বড়ি সেবন করে আত্মহত্যা করেছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর নীলক্ষেতে কর্মজীবী মহিলা হোস্টেলের ২১০ নম্বর কক্ষ থেকে ওই নারীর লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শাহদাত হোসেন নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
জানা যায়, সোনিয়ার গ্রামের বাড়ি বরিশাল জেলার বিমানবন্দর থানা এলাকায়। তার বাবার নাম সেলিম হাওলাদার। ৭-৮ বছর ধরে পাবনার শাহদাত হোসেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বেকার শাহদাত রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিএড কোর্স করছিলেন।
সোনিয়ার বাবা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। বেকার হওয়ায় শাহদাত তাকে বিয়ে করতে রাজি হচ্ছিলেন না।
মৃত্যুর খবর পেয়ে শাহদাত সোনিয়াকে দেখতে আসে বলে শাহবাগ থানা সূত্রে জানা গেছে।