বার্তা৭১ ডটকমঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- ময়মনসিংহের রুবেল, টিটু ও শওকত।
বৃহস্পতিবার ভোরে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজারে একটি চালের দোকানে ডাকাতিকালে এই ঘটনা ঘটে।
জানা যায়, ভোরে দিকে ট্রাক নিয়ে ১৫-২০ জনের একদল ডাকাত পুরিন্দা বাজারে গফুর মিয়ার ভাই ভাই নামে চালের দোকানে ডাকাতি করতে আসে। প্রথমে তারা ওই বাজারের ২ নৈশ প্রহরীকে বেঁধে চালের বস্তা ট্রাকে উঠাতে থাকে।
একপর্যায়ে একজন প্রহরী হাত খুলে দৌড়ে পালিয়ে গিয়ে স্থানীয় মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেন।
এরপর আশপাশের কয়েক গ্রামের প্রায় ৫ শতাধিক লোক ঘটনাস্থলে এসে ডাকাতদের ধাওয়া করে ১২ জনকে ধরে ফেলে। এ সময় গণপিটুনিতে ৩ জন মারা যায়।
পরে সকালে আরো ৪ জনের লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়। এ ছাড়া চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যায়।
পরে ঘটনাস্থল থেকে ৪০ বস্তা চালসহ একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৪৩১১) জব্দ করা হয়।