বার্তা৭১ ডটকমঃ জনগণের মৌলিক অধিকার হিসাবে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের ২৮টি দেশের এই জোট বলেছে, সব নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক।
সুইজারল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক ও অস্ট্রেলিয়া পৃথক পৃথক বিবৃতিতে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
ইইউ’র মুখপাত্রের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, এক মাসের কম সময়ে বাংলাদেশে তিনটি সহিংস আক্রমনের ঘটনা ঘটেছে। ৬ এপ্রিল (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে) আইনের একজন ছাত্রকে, ২৩ এপ্রিল (রাজশাহী বিশ্ববিদ্যালয়ে) ইংরেজি বিভাগের একজন অধ্যাপককে এবং সর্বশেষ গত সোমবার (রাজধানীর কলাবাগানে) দুইজন সমকামী অধিকার কর্মীকে নৃশংসভাবে খুন করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, অপরাধীদের আইনের আওতায় আনতে এসব হত্যাকাণ্ডের পুঙ্ক্ষানুপুঙ্ক্ষ বিচার হওয়া প্রয়োজন। এসব ঘটনার ভিকটিমদের পরিবারের প্রতি ইইউ গভীর সমবেদনা জানাচ্ছে।
সুইজারল্যান্ড দূতাবাসের দেয়া এক বিবৃতিতে অনলাইন, সাংস্কৃতিক ও অধিকার কর্মীদের ওপর সাম্প্রতিক আক্রমণের নিন্দা জানানো হয়েছে। এই হত্যাকাণ্ডগুলো মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুতর হুমকি সৃষ্টি করেছে, যা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। এসব হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে দোষিদের বিচারের আওতায় আনা প্রয়োজন।
ফরাসি দূতাবাস থেকে দেয়া এক বিবৃতিতে সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করা হয়েছে। এতে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।